1. admin@joytravelsbd.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  • Call: 01730468869
  • Email: info@joytravelsbd.com
  • Phone Numaber:
  • 01730468869
  • Office Location:
  • 108/A, Farmgate, Dhaka-1215.
  • Working Time:
  • 10:00 am – 06:00 pm, Saturday to Thursday
  • মালয়েশিয়ায়-নিয়োগ
    মালয়েশিয়ায়-নিয়োগ

    বিভিন্ন কারণে একটি দেশের ভিসা বন্ধ হতে পারে। বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রতিবছর হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্যে যায়। কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট জানতে হয়।

    বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসা ও কোম্পানি ভিসা নিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মালয়েশিয়া যাচ্ছে। যেকোনো ধরনের ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে আগ্রহীদের মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫ জানতে হবে।

    মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫ আজকের খবর
    বর্তমান মালয়েশিয়া ভিসা চালু রয়েছে। এই খবর নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে।

    মালয়েশিয়া ভিসা কবে চালু হবে এই সম্পর্কে সর্বশেষ সঠিক ও আপডেট তথ্য পেতে বিশ্বস্ত এজেন্সি কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করতে হবে।

    মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে ২০২৫
    দীর্ঘ প্রায় দুই বছরের স্থগিতাদেশের পর মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। এবার প্রায় ২৪ লাখ ৬৭ হাজার শ্রমিক নেওয়া হবে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, কৃষি, বাগান, খনি, হোলসেল-রিটেল, গুদাম, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিংসহ মোট ১৩টি খাতে শ্রমিক নেওয়া হবে। নির্মাণ খাতে শুধুমাত্র সরকারি প্রকল্পে কর্মী নেওয়া যাবে এবং উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে নতুন বিনিয়োগকে।

    মালয়েশিয়া ভিসা আপডেট ২০২৫
    মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

    এবার সরাসরি কোনো এজেন্ট বা নিয়োগকর্তা আবেদন করতে পারবে না। কেবল অফিসিয়াল খাতভিত্তিক এজেন্সি আবেদন করার সুযোগ পাবে, যা যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং অনুমোদন দেবে যৌথ কমিটি।

    ভবিষ্যতে মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেশের মোট জনশক্তির ১০ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করেছে। যদিও এখনো কতজন বাংলাদেশি কর্মী এ সুযোগ পাবেন তা ঘোষণা করা হয়নি। তবুও নতুন করে কলিং ভিসা চালুর এ সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

    বাংলাদেশ থেকে সরকারিভাবে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যাওয়ার জন্য বোয়েসেল, বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে।

    মালয়েশিয়া ভিসা কবে খুলবে আজকের খবর হলো মালয়েশিয়া কলিং ভিসা পুরোপুরি চালু রয়েছে।

    Search
    Archives
    Quick contact info

    আসসালামু ওয়ালাকুম। জয় ট্রাভেলস্ বিডি’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 🔥আপনি কি ভিজিট ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করার কথা ভাবছেন? অথবা বিএমইটি ম্যানপাওয়ার এবং বিমান টিকেট কেনার কথা ভাবছেন? 🔥জয় ট্রাভেলস্ বিডি🔥 আপনাদের সেবায় বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ। যে কোন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন

    info@joytravelsbd.com
    +(88) 09610-978002