1. admin@joytravelsbd.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  • Call: 01730468869
  • Email: info@joytravelsbd.com
  • Phone Numaber:
  • 01730468869
  • Office Location:
  • 108/A, Farmgate, Dhaka-1215.
  • Working Time:
  • 10:00 am – 06:00 pm, Saturday to Thursday
  • দুবাই ওয়ার্ক পারমিট ভিসা
    দুবাই ওয়ার্ক পারমিট ভিসা

    অনেকে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চায়। দুবাই আসলে কোন দেশ নয়। এটি সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে বিখ্যাত একটি শহর। দুবাই কাজের ভিসা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। তাহলে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত সবকিছু বিস্তারিত জানতে পারবেন।

    দুবাইয়ের অর্থনীতি মূলত তেল ও পর্যটন নির্ভর। সংযুক্ত আরব আমিরাতে অসংখ্য বাঙালি প্রবাসী বিভিন্ন সেক্টরে কাজ করছে। কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের দুবাই ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

    দুবাই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
    বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত যেতে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। অনেকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে গিয়ে এই শহরে অবৈধভাবে কাজ করে থাকে। দুবাই কাজের ভিসার মেয়াদ সাধারণত দুই থেকে তিন বছর হয়ে থাকে।

    বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কাজের ভিসা নিয়ে এই দেশে যাওয়া যায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে দুবাই যেতে চাইলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন: বোয়েসেল, বিএমইটি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমি প্রবাসী অ্যাপ ইত্যাদির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে।

    এজন্য তাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট থাকতে হবে। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দুবাই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে অথবা বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন।

    দুবাই যেতে কি কি কাগজ লাগে?
    বাংলাদেশ থেকে দুবাই কাজের উদ্দেশ্যে যেতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রস্তুত করতে হয়:

    বৈধ পাসপোর্ট
    পাসপোর্ট সাইজের ছবি
    জাতীয় পরিচয় পত্র
    শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (যদি লাগে)
    কাজের দক্ষতার সার্টিফিকেট
    কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
    স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
    পুলিশ ক্লিয়ারেন্স
    জব অফার লেটার
    ওয়ার্ক পারমিট
    দুবাই কাজের বেতন কত?
    দুবাই কাজের বেতন কাজের ধরন, দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। দুবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন। এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই দুবাই কাজের বেতন কত জানতে হবে।

    বর্তমান দুবাই প্রবাসীদের কাজের বেতন প্রায় ৩০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। নতুন অবস্থায় প্রবাসীদের কাজের বেতন কম হয়ে থাকে। তবে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে বেতন বৃদ্ধি পায়।

    দুবাই কোন কাজের চাহিদা বেশি?
    দুবাই পৃথিবীর অন্যতম একটি উন্নত শহর। এই শহরে বিদেশি কর্মীদের বিভিন্ন সেক্টরে চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দুবাই কাজের ভিসা নিয়ে যেতে চাইলে অবশ্যই দুবাই কোন কাজের চাহিদা বেশি জেনে নিবেন।

    বর্তমান দুবাইয়ে কনস্ট্রাকশন শ্রমিক, ড্রাইভিং, মেকানিক, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, পেইন্টার, ফ্যাক্টরি শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।

    দুবাই কোন কাজের বেতন বেশি?
    প্রবাসীদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে দুবাই কাজের বেতন বেশি হয়। বর্তমান দুবাইয়ে মেকানিক, টেকনিশিয়ান, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ড্রাইভার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।

    Search
    Archives
    Quick contact info

    আসসালামু ওয়ালাকুম। জয় ট্রাভেলস্ বিডি’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 🔥আপনি কি ভিজিট ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস করার কথা ভাবছেন? অথবা বিএমইটি ম্যানপাওয়ার এবং বিমান টিকেট কেনার কথা ভাবছেন? 🔥জয় ট্রাভেলস্ বিডি🔥 আপনাদের সেবায় বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ। যে কোন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন

    info@joytravelsbd.com
    +(88) 09610-978002